ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিএনপিকে সংঘাতময় অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯:০০, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০০, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্ধারিত কর্মসূচিতে বাধা দিয়ে সরকার বিএনপিকে সংঘাতময় অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ’ অভিযোগ করেন তিনি। ৫ জানুয়ারির নির্বাচনের তৃতীয় বর্ষপূতিতে বিএনপির কালোব্যাজ ধারণ ও কালোপতাকা মিছিলে সরকার বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির পল্টন অফিসের সামনে সমাবেশে করতে চাইলেও, আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে তাতে বাধা দেয়। দমনপীড়নের নামে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি