গুলশানের ডিসিসি মার্কেটের ধ্বংসস্তুপ থেকে এখনও ধুয়া বের হচ্ছে
প্রকাশিত : ১২:৩৬, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৬, ৬ জানুয়ারি ২০১৭
এখনও ধুয়া বের হচ্ছে আগুনে পুড়ে যাওয়া গুলশানের ডিসিসি মার্কেটের ধ্বংসস্তুপ থেকে। মাঝে মাঝে দেখা যাচ্ছে আগুনের ফুলকী।
গেল সোমবার মধ্যরাতে গুলশানের ডিসিসি মার্কেটে আগুন লাগে। পুড়ে যায় প্রায় পুরো মার্কেট, সেই সঙ্গে ধ্বসে পড়ে দুই অংশ। বৃহস্পতিবার রাতেও দেখো গেছে ধুয়া বের হতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত জেগে দোকান মালিকরাও উদ্ধার কার্যক্রম দেখছেন। যদি প্রয়োজনীয় কিছু জিনিস পাওয়া সেই আশায়ও থাকছেন অনেকে। ফায়ার সার্ভিস বলছে, বিল্ডিং সম্পূর্ণ না ভাঙ্গা পর্যন্ত আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব নয়।
আরও পড়ুন