জেঁকে বসবে শীত, শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গে
প্রকাশিত : ১৪:৩১, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩১, ৬ জানুয়ারি ২০১৭
কয়েকদিনের মধ্যেই জেঁকে বসবে শীত, সেইসাথে থাকতে পারে শৈত্য প্রবাহ। বরাবরের মতই উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেশি থাকবে। গেল তিনমাসে নিম্নচাপগুলো ভারতের দিকে সরে যাওয়ায় পশ্চিমা বায়ুও সরে যায়; এ কারণে শীত পড়তে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ঘুরেফিরে আসা প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা বৈশিষ্ট। তবে শীতকাল অনেকের কাছে বেশী পছন্দ। কেননা এ সময় নানা শাক-সবজি যেমন পাওয়া যায় তেমনি নতুন ধানের বিভিন্ন পিঠাপুলির ঘ্রাণ মন ভরে রাখে সবার। সেই সাথে শহর বন্দর জুড়ে থাকে হরেক রকম মেলা।
উত্তর এবং উত্তর-পশ্চিমের হাওয়া প্রকৃতিতে বইতে শুরু করলেই নামে শীত। কিন্ত এ বছর শীতের হওয়া মাঝে মাঝে দোলা দিলেও পৌষের শেষ দিকে এসেও শীতের তীব্রতা তেমন নেই।
তবে শিগগিরই বাড়তে পারে শীতের তীব্রতা। সেই সঙ্গে থাকতে পারে মৃদু শৈত প্রবাহ যা শীতকে জেঁকে বসাবে।
নি¤œচাপ নড়াচড়া করলে গেল বছরের চেয়ে এ বছর বেশি শীত পড়তেও পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
আরও পড়ুন