ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ময়মনসিংহে সন্ত্রাসীদের হামলায় ফরহাদ নিহত

প্রকাশিত : ১৪:১৯, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:১৯, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরের আকুয়া ওয়ারলেস গেইট এলাকায় সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে ফরহাদ নামে এক ওয়েল্ডিং মিস্ত্রিকে। পরিবারের সদস্যরা জানায়, গত রমজান মাসে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে রুমান ও তসলিমের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে  বৃহস্পতিবার রাতে ফরহাদ ও তার বন্ধু সবুজ আকুয়া যাওয়ার পথে ওয়ারলেস গেইট টিভি সেন্টারের সামনে রুমান, তসলিমসহ ৪/৫ জন তাদের পথরোধ করে ফরহাদকে ধারালো অস্ত্র দিয়ে  এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে বন্ধু সবুজ ও স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি