বাগেরহাটে নারকেলের খোল দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন শৌখিন সামগ্রী
প্রকাশিত : ১২:৫৩, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৫৩, ৬ জানুয়ারি ২০১৭
নারকেলের খোল দিয়ে গহনা, বোতাম, শোপিসসহ বিভিন্ন শৌখিন সামগ্রী তৈরি হচ্ছে বাগেরহাটে। হাতে তৈরি এসব পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, আমেরিকা ও ইউরোপের বাজারে। একইসঙ্গে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে জেলার নারীদের। সংশ্লিষ্টরা বলছেন, সরকারী পৃষ্ঠপোষকতা পেলে ক্ষুদ্র এ উদ্যোক্তারা বৈদেশিক মুদ্রা অর্জনে আরো ভুমিকা রাখতে পারবেন।
নারকেলের খোল উচ্ছিষ্ট হিসেবেই পরিচিত। তবে এটিকেই এখন মূল্যবান কাঁচামালে পরিণত করেছেন বাগেরহাট বিসিকের নারী উদ্যোক্তারা।
নারকেলের খোল থেকে তৈরি হচ্ছে বোতাম, নানা ধরনের গহনা, ব্যাগ, ওয়াল-ম্যাট ও বিভিন্ন ধরনের শোপিস। বিসিক শিল্প নগরীর এসব পণ্য থেকে দেশ আয় করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
এসব কারখানায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন জেলার দরিদ্র নারীরা। পরিবর্তন ঘটেছে তাদের জীবনমানেরও।
বিসিক কর্মকর্তারা জানান, মূলত নারী উদ্যোক্তারাই ক্ষুদ্র এই শিল্পটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন