ওসামা বিন লাদেনের ছেলে কালো তালিকাভুক্ত
প্রকাশিত : ১২:৩৬, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৬, ৬ জানুয়ারি ২০১৭
আল কায়েদার প্রতিষ্ঠাতা নেতা ওসামা বিন লাদেনের ছোট ছেলে হামযা বিন লাদেনকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার সদস্য হিসেবে যোগ দেন হামযা। তখনি তিনি ইসরাইল-সহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। গেলো বছর যুক্তরাষ্ট্রে হামলার হুমকি দেয় তিনি। মধ্যপ্রাচ্যের রাজনীতির এক বিশ্লেষক জানান, হামযা তার বাবার শীর্ষ অনুসারি হিসেবে জঙ্গিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কালো তালিকাভুক্ত করার মাধ্যমে হামযার সন্ত্রাসবাদে জড়িত হওয়ার বিষয়টি বিশ্ববাসীকে জানানো হলো। এখন থেকে হামযা মার্কিন কোম্পানি বা দেশটির নাগরিকের সঙ্গে কোন ব্যবসায়িক কর্মকাণ্ড চালাতে পারবেন না।
আরও পড়ুন