ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা

প্রকাশিত : ১৩:২৬, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:৫৫, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কোপা দেল রেতে হারের স্বাদ পেল বার্সেলোনা। অ্যাথলেটিকের কাছে ২-১ গোলে হেরেছে তারা। নিজেদের মাঠ সান মামিসে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। খেলার ২৫ মিনিটে আদুরিজের গোলে ১-০ তে এগিয়ে যায় অ্যাথলেটিক ক্লাব। এর ৩ মিনিট পর উইলিয়ামস দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করলে ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অ্যাথলেটিক। বিরতির পর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় বার্সা। ৫২ মিনিটে মেসি ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান ১-২ এ। বাকি সময় আর গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি