ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

প্রকাশিত : ১৩:২৬, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:২৬, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

৭ই জানুয়ারী সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৫ই জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ঘোষিত সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত বিভাগসহ পুলিশ প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি। সরকারের একনায়কতান্ত্রিক আচরণেই বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচী সফল করতে পারছে না বলেও মন্তব্য করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি