রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন
প্রকাশিত : ১৩:০৭, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৮, ৬ জানুয়ারি ২০১৭
মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। ব্র্যাক ব্যাংকের আয়োজনে দৌড়ে সংগৃহীত তহবিল থেকে ১০ লাখ টাকা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিকে দেয়া হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেন, মানবতার কল্যাণে ভূমিকা রেখে সমাজকে পাল্টে দিতে হবে। ম্যারাথন দৌড়ের পাশাপাশি, জীবনের দৌড়েও ভালো করার আহ্বান জানান মেয়র।
পক্ষাঘাতগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে এই দৌড় শুরু হয়ে খামারবাড়ি, আগারগাঁও, আইডিবি ভবন পদক্ষিণ করে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এতে ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও করপোরেট প্রতিষ্ঠানের প্রায় চার হাজার নারী-পুরুষ অংশ নেন।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগে গরীব ও অসহায়দের পাশে দাড়াতে পেরে ধন্য মনে করছেন অংশগ্রহনকারীরা।
এই দৌড় উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ১৩ লাখ টাকার তহবিল সংগ্রহ করে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরির হাতে ১০ লাখ টাকার চেত তুলে দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেন। পরে তিনি বলেন, এই উদ্যোগ মানবতার কল্যানে ভিন্ন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানে অংশ নিয়ে উত্তরের মেয়র বলেন, এই আয়োজন সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি, স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
দৌড় শেষ করা প্রথম ২০ জন নারী ও ২০ জন পুরুষের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আরও পড়ুন