ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ইমেইল হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১৩:২৬, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:২৬, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেনারেল জেমস ক্ল্যাপার জানান, নির্বাচনে রাশিয়া কেনো হস্তক্ষেপ করেছে আগামী সপ্তাহে সে বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হয়েছে। এছাড়া তদন্তের জন্য সিনেট আর্মড সার্ভিস কমিটিকে প্রতিবেদন দিয়েছে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির পেছনে রাশিয়ার হ্যাকাররা জড়িত বলে অভিযোগ করে আসছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া ও ডোনাল্ড ট্রাম্প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি