ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ভারতের চলচ্চিত্র অভিনেতা ওম পুরি আর নেই

প্রকাশিত : ১৬:০৮, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৮, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ভারতের পদ্মশ্রী পদকপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওম পুরি আর নেই। শুক্রবার সকালে মুম্বাইয়ের বাসায় নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় ৬৬ বছর বয়সী এ অভিনেতাকে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। অর্ধ সত্য, আক্রোশ, জানে ভি দো ইয়ারোর মতো অসংখ্য চলচ্চিত্রে দাপটের সঙ্গে চার দশক ধরে অভিনয় করেছেন এই অভিনেতা। ইতিবাচক বা নেতিবাচক সব চরিত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। হলিউড ও ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি খ্যাতি পেয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি