চট্টগ্রামে পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:১২, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ৬ জানুয়ারি ২০১৭
বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল পিঠা উৎসব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে এই উৎসব হয়।
শুক্রবার সকালে এই পিঠা উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক হায়াৎ হোসেন। উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউবির চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান সহ বিশিষ্টজনেরা। পানতুয়া, রসচিতই, লস্কর পিঠা, ক্ষিরসা, পাটিশাপটা সহ বিভিন্ন ধরনের পিঠার সমাহার ছিল উৎসবে। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন