বাংলা একাডেমি প্রাঙ্গনে চলছে ৩দিনব্যাপী পৌষ মেলা
প্রকাশিত : ১৩:০৭, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৮, ৬ জানুয়ারি ২০১৭
নানা আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গনে চলছে পৌষ মেলা। তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ’সময় তিনি বলেন, সাম্প্রদায়িকতা রুখতে সঠিক সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা দেয়া হবে বলেও জানান তিনি। আগামী বছর থেকে বাংলা একাডেমি নিজস্ব উদ্যোগে পৌষ মেলার আয়োজন করবে বলে জানান, মহাপরিচালক শামসুজ্জামান খান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় রয়েছে শীতকালীন পিঠার আয়োজন।
আরও পড়ুন