বাওয়া স্কুলে পুণর্মিলনী উৎসব
প্রকাশিত : ১৮:১১, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১১, ৬ জানুয়ারি ২০১৭
চট্টগ্রামে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয়- বাওয়া স্কুলের ৫৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী পুণর্মিলনী উৎসব হয়েছে।
শুক্রবার সকালে নগরীর দামপাড়ায় স্কুল প্রাঙ্গনে এই উৎসব উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ওয়াসিকা আয়শা খানম। নারী শিক্ষার প্রসারে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশের অগ্রগতির ধারা অব্যহত রাখতে পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। দিনব্যাপী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন