ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি এখনো পায়নি বিএনপি

প্রকাশিত : ১৮:৫৯, ৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী উদ্যানে এখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাল বিকেলেই সমাবেশ হওয়ার কথা। অনুমতি না পেলেও সমাবেশ সফল করতে আয়োজিত যৌথ সভা থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতন্ত্রের সাথে প্রতারণা করছে। ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে গনতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষ্যে  ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় দলটি। সমাবেশ সফল করতে বিকেলে নয়াপল্টনের ভাসানী ভবনে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দেন সভায়। বক্তৃতায় সরকারের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক অধিকার হরণের অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে আরেক আলোচনায় অংশ নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস নয়, বরং কলঙ্ক দিবস। এরআগে সকালে সংবাদ সম্মেলন করে যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী জানান, পর্যাপ্ত সময় নিয়েই সমাবেশের রেখে অনুমতি চাওয়া হয়েছিলো। সরকারি দল সভা-সমাবেশ করতে পারলেও তাদের বেলায় কেন এতো বিপত্তি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি