জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন
প্রকাশিত : ১৯:০২, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০২, ৭ জানুয়ারি ২০১৭
অতিথি পাখি’র আনাগোনায় মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন শীত প্রধান দেশ থেকে প্রতি বছরের মত এবারও এসেছে এসব পাখি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাই ভিড় বেড়েছে পাখিপ্রেমী আর দর্শনার্থীদের। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাখিমেলা সেই মুগ্ধতায় যোগ করে বাড়তি মাত্রা। এ অভয়ারণ্য যাতে ধ্বংস না হয়, সেদিকে মনোযোগ দেয়ার পরামর্শ পাখিপ্রেমীদের।
পাখির এমন কিচিরমিচির এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে। অন্যান্য বছরের মতো এবারো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেকে এসেছে অসংখ্য অতিথি পাখি।
পাখির এমন ঝাঁক বেঁধে উড়ে চলা প্রকৃতিপ্রেমীদের মনে এনে দেয় প্রশান্তির পরশ। পাতি সরালী, পরিযায়ি, চখাচখি, শামুক খোল, ডাহুক এবং বিভিন্ন প্রজাতির বক শীত প্রধান দেশ থেকে বেঁচে থাকার তাগিদে উড়ে এসেছে এখানে। এক লেক থেকে আরেক লেকে তাদের উড়ে যাওয়া দৃষ্টি কাড়ে সবার।
অতিথি পাখির ক্ষতি না করা এবং প্রকৃতির স্বাভাবিকতা রক্ষায় সবাইকে সচেতন করতে পাখি মেলার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই অভয়ারণ্যে পাখির প্রজাতি বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ এ। সবাই সচেতন হলে এই সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা করছেন পাখিপ্রেমীরা।
আরও পড়ুন