স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের জলদস্যু নোয়া বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন
প্রকাশিত : ১৪:৪৫, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫৬, ৭ জানুয়ারি ২০১৭
পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পন করেছে সুন্দরবনের জলদস্যু নোয়া বাহিনীর ১২ সদস্য।
শনিবার দুপুর ১টার দিকে কুয়াকাটার রাখাইন মার্কেট মাঠে আত্মসমর্থন করে তারা। বাহিনী প্রধান নোয়া মিয়ার নেতৃত্বে সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১৮টি বন্দুক, ২টি এয়ার রাইফেল, ৩টি ওয়ান শ্যুটার গানসহ ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ১১শ’ রাউন্ড গুলি জমা দেয়। এ’সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উজ্জামানসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আত্মসমর্পণকারী জলদস্যুরা বাগেরহাটের মংলা ও রামপালের বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন