ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

সাভারে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে দম্পতি নিহত, দগ্ধ ৫

প্রকাশিত : ১২:৩৬, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৭, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাভার পৌর এলাকার ভাগলপুরে দক্ষিণ দরিয়ারপুর মহল্লায় তাজুল ইসলামের বাড়িতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডে এক দম্পতি নিহত হয়েছে। দগ্ধ হয়েছে পাঁচ জন। এলাকাবাসী জানায়, শুক্রবার রাত তিনটার দিকে ওই বাড়ির একটি কক্ষে গ্যাস লাইন থেকে আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে কয়েকটি কক্ষে। এ’সময় ওই বাড়িতে থাকা সাতজন দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে রওশন আলী ও তার স্ত্রী খায়রুননেসাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অগ্নিদগ্ধ অন্য ৫ জন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। সাভার মডেল থানা পুলিশ বাড়িটি পরিদর্শনের পর তালা ঝুলিয়ে দিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি