টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট
প্রকাশিত : ০৮:৩৬, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩৭, ৭ জানুয়ারি ২০১৭
ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল দুই ঘন্টা বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, গত শুক্রবার রাতে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের বাঐখোলা থেকে গোড়াই পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ধীরগতিতে একটি লেন দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
আরও পড়ুন