দেপোর্তিভো লা করুনার সাথে ১-১ গোলে ড্র করেছে এসপানিওল
প্রকাশিত : ১২:৩২, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩২, ৭ জানুয়ারি ২০১৭
স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো লা করুনার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলো এসপানিওল।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় দুদল। ৫৯ মিনিটে মিডফিল্ডার সেলসো বোর্গেস গোল করলে ১-০তে লিড নেয় দেপোর্তিভো। তবে, এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৬৩ মিনিটে ফরোয়ার্ড জেরার্ড মোরেনো গোল করে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে এসপানিওল রয়েছে টেবিলের ৯ নম্বরে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দেপোর্তিভোর অবস্থান ১৫ নম্বরে।
আরও পড়ুন