ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি
প্রকাশিত : ১২:৩১, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩১, ৭ জানুয়ারি ২০১৭
এফএ কাপ ফুটবলে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
লন্ডন স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ তে এগিয়ে যায় ম্যানসিটি। ৩৩ মিনিটে প্রথম গোল করেন মিডফিল্ডার ইয়াইয়া তুরে। ৪১ মিনিটে ওয়েস্ট হামের মিডফিল্ডার হাভার্ড আত্মঘাতি গোল করেন। এর দুই মিনিট পরেই দলের তৃতীয় গোলটি করেন ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে সিটিজেনরা। ৫০ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো গোল করে ব্যবধান বাড়ান ৪-০তে। আর ৮০ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার জন স্টোনস।
আরও পড়ুন