ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

আইনের সঠিক প্রয়োগে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৯:০০, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৪, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দুর্নীতি দমনে রাজনীতিবিদদের সদিচ্ছার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার এ এফ আমিনুল ইসলাম। আর আইনের সঠিক প্রয়োগে দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক স্বদিচ্ছা নাকি জনসচেতনতা- দুর্নীতি রোধে কোনটি সবচে বেশি কার্যকর? এ নিয়ে বিএফডিসিতে পাবলিক পার্লামেন্ট এর গ্র্যান্ড ফিনালে। বিতর্ক অনুষ্ঠানের অতিথি ছিলেন দুদক কমিশনার এ এফ আমিনুল ইসলাম ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দুর্নীতি প্রতিরোধে দুদকের অবস্থান তুলে ধরেন কমিশনার। দুর্নীতি দমনে জনসচেতনতার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।। দুর্নীতি দমন দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকেও স্বচ্ছতার সঙ্গে কাজ করার তাগিদ দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি