ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

জঙ্গি দমনের পাশাপাশি অর্থায়ন বন্ধে কাজ করছে পুলিশ

প্রকাশিত : ১৯:০৮, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৮, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জঙ্গি দমনের পাশাপাশি অর্থায়ন বন্ধে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি। এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেছেন, শিগগিরই জঙ্গি জিয়া ধরা পড়বে। আরেক সম্মেলনে যোগ দিয়ে আইনমন্ত্রী বলেছেন, সমাজকে অপরাধমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিজ্ঞানসম্মত গবেষণা দরকার। ঢাকা বিশ্বদ্যিালয়ের সিনেট ভবনে ক্রিমিনোলজি বিভাগের আয়োজনে ‘টেররিজম ইন দ্য ওয়েভ অব ইসলামিক স্টেট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন আইজিপি। মূল প্রবন্ধে তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণ তুলে ধরেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান। সেমিনার শেষে সাম্প্রতিক জঙ্গি অভিযান নিয়ে কথা বলেন পুলিশ প্রধান। জঙ্গিবাদের পথ থেকে যারা ফিরে আসতে চায় তাদের জন্য পূনর্বাসন কেন্দ্র তৈরীরও আহ্বান জানান তিনি। এদিকে বাংলা একাডেমিতে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্রাইম এ্যান্ড জাস্টিজ স্টাডিজের প্রথম বার্ষিক সম্মেলনে যোগ দেন আইনমন্ত্রী। বক্তৃতায় মন্ত্রী বলেন, শুধু শাস্তি দিয়েই অপরাধ কমানো সম্ভব নয়। সাইবার অপরাধ দমনে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি