ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

শিরোপা জিতেছে লরেন ডেভিস

প্রকাশিত : ১৭:০৮, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:০৮, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

এনা কোনজুকে হারিয়ে প্রথম বারেরমত ডাব্লিউ টি এ অকল্যান্ড টেনিশের শিরোপা জিতেছে লরেন ডেভিস। অস্টম বাছাই ক্রোয়েশিয়ার এনা কোনজুকে সরাসরি ২-০ সেটে হারিয়ে ট্রফি ঘরে তুলে যুক্তরাষ্ট্রের লরেন  শিরোপা জিতে ডেভিস। ৬ বছরের পেশাদার টেনিশে এটি প্রথম বড় কোন ট্রফি লরেন ডেভিসের। প্রথম সেটে কোনজুকে ৬-৩ গেমে হারান  ডেভিস। পওে সেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন কোনজু। তবে ডেভিসের পাওয়ার শট ও নিখুত প্লেসিং শটের সামনে কুলিয়ে উঠতে পারেননি। ৬-১ গেমে হারেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি