ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

গ্রান্ট লিডবিটারের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:২৬, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৬, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গ্রান্ট লিডবিটার ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে খেলছেন বিডেল্ধসঢ়;সব্রো ক্লাবে মিডফিল্ডার হিসেবে। খুব কম সময়ে ফুটবলে দারুণ নৈপূর্ণ দেখিয়ে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। পুরো নাম গ্রান্ট লিডবিটার। তবে, সবার কাছে লিডবিটার নামেই বেশি পরিচিত এই ইংলিশ ফুটবল তারকা। তাঁর জন্ম ১৯৮৬ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের ফ্রেঞ্জহাউজেস শহরে। ১৬ বছর বয়সে সান্ডারল্যান্ড ক্লাবের হয়ে প্রথম খেলা শুরু করেন তিনি। আর এই ক্লাবে খেলেন খেলেন ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত। ২০০৩ সালে সান্ডারল্যান্ডের হয়েই বয়সভিত্তিক দলে সযোগ পান এই মিডফিল্ডার। খেলেন ছয় মৌসুম । আর এই ক্লাবের হয়ে মাঝে লোনে খেলেন রোদারহাম ইউনাইটেডে। ২০০৯ সালে নতুন করে মাঠে নামেন আইপিসুইচ টাউন ক্লাবের জার্সি গায়ে। এরপর চলে যান মিডেলসব্রো ক্লাবে। ২০১২ সাল থেকে খেলে যাচ্ছেন এই ক্লাবের সঙ্গে। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্য্ধাসঢ়;চ খেলেন এই ক্লাবের হয়ে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সি গায়েও মাঠ মাতিয়েছেন এই ইংলিশ ফুটবল তারকা। খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব- ১৬, ১৭, ১৯, ২০ ও ২১ দলে। তবে, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে খেলার প্রত্যাশায় প্রহোর গুনছেন লিডবিটার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি