ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

শত্রু দ্বারা আক্রান্ত হলে সেনাবহিনী মোকাবেলায় প্রস্তুতঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৫৬, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০১, ৭ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শত্রু দ্বারা আক্রান্ত হলে মোকাবেলায় সেনাবহিনী প্রস্তুত বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়ায় একথা বলেন তিনি। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, যুদ্ধ করা আমাদের কাম্য নয়, তবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে শক্রর আক্রমন মোকাবেলার সক্ষমতা থাকতে হবে। নোয়াখালীর স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ সুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার উদ্বোধন ও দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি