পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:১৪, ৭ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৪, ৭ জানুয়ারি ২০১৭
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীন বরণ।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ১২৯ জন মেধাবী শিক্ষার্থীকে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেয়া হয়।
আরও পড়ুন