ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে অল্পদিনেই চলাচল অনুপযোগী কলাপাড়া-কুয়াকাটা সড়ক

প্রকাশিত : ১০:৫৪, ৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৪, ৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের কারণে অল্পদিনেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়ক। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যাতায়াতের একমাত্র এ সড়কটির এমন কাজের মানে হতবাক এখানের অধিবাসীসহ পর্যটকেরা। তবে শিগগিরই সড়কটি চলাচল উপযোগী করতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সাগর-কন্যা কুয়াকাটা আসতে প্রতিদিন এ সড়ক দিয়েই আসা যাওয়া করেন দেশী-বিদেশী ভ্রমণ পিপাসুরা। পর্যটক ভোগান্তির বিষয়টি বিবেচনা করে ২০০৯ সালের শুরুর দিকে, ৫৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সড়কটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহারে, অল্প সময়েই চলাচল অনুপযোগী এখন সড়কটি। পর্যটকদের সুবিধার্থে সড়কটি চলাচলের উপযোগী রাখা এবং একই সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জরুরী ভিত্তিতে উদ্যোগ না নেয়া হলে চলতি মৌসুমে কুয়াকাটায় পর্যটক আগমন যেমন কমে যাবে, তেমনি বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে যাবে- এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি