ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বাগেরহাটে মা-বাবাকে কুপিয়ে মেয়েকে অপহরণ

প্রকাশিত : ১০:৫৫, ৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৫, ৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বাগেরহাটের শরণখোলায় মা-বাবাকে কুপিয়ে মেয়েকে অপহরণ করেছে বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুর ও তার ছেলে সজিবের নেতৃত্বে সন্ত্রাসীরা রাত ২টার দিকে ঘরে ঢুকে শান্তাকে অপহরণের চেষ্টা চালায়। এসময় শান্তার বাবা দুলু গাজী ও মা আঞ্জুমানারা সন্ত্রীদের বাঁধা দিলে তাদেরকে এলোপাথারি কুপিয়ে শান্তাকে তুলে নিয়ে যায়। কিছুদিন আগে শান্তার সাথে তার স্বামী সজীবের বিচ্ছেদ হয়। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি