ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রাজধানীতে শতাধিক বৃদ্ধ মানুষকে শীতবস্ত্র বিতরন করেছে 'প্যারেন্টস' সংগঠন

প্রকাশিত : ১১:০৯, ৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৯, ৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শীত এলেই অসহায় মানুষের কষ্ট বেড়ে যায় কয়েকগুন। শুধুমাত্র গরম কাপড়ের অভাবে মানবেতর দিন পার করেন তারা। আর এসব শীতার্ত মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবি সংগঠন প্যারেন্টস। শনিবার রাতে ঢাকার তেজঁগাওয়ে প্রায় শতাধিক বৃদ্ধ মানুষকে শীতবস্ত্র বিতরন করে এই সংগঠনের তরুন-তরুনীরা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কথাগুলো শুধু মুখে আউড়িয়ে যান অনেকেই। কিন্তু অসহায় মানুষের পাশে দাড়িয়ে মহানুভবতার পরিচয় কজনই বা দেন। রাজধানী তেজঁগাওয়ে বৃদ্ধ মানুষের দীর্ঘ এই লাইন একটিমাত্র কম্বলের জন্য। শীতের কনকনে বাতাস আর ঘন কুয়াশায় দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে শীতবস্ত্র পেয়ে খুশি তারা। ’বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য’ এই স্লোগানে শীতের কাছে যারা অসহায় সেসব মানুষের পাশে দাঁড়িয়েছে প্যারেন্টস নামের এই সংগঠনের কিছু তরুন-তরুনী। সমাজের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুেষর পাশে দাঁড়ানোর আহ্বান তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি