ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৫:০৭, ৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৮, ৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ২৭ রানে জিতে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো নিউজিল্যান্ড। জয়ের জন্য ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিউইরা। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে প্রথম্যেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শুরুতে সাবধানি ব্যাটিং নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ৩৪ রানের পর জোড়া আঘাত রুবেলের। প্রথম শিকার ১৫ রান করা ওপেনার নিশাম। এরপর আগের ম্যাচের সেঞ্চুরি করা মুনরোকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে আনন্দের উপলক্ষ আনেন এই পেইসার। বেশী দূর যেতে পারেননি টম ব্রুস। এই তরুনকে ৫ রানে আউট করে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন মোসাদ্দেক সৈকত । কিন্তু কোরি এন্ডারসনকে সাথে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেন অধিনায়ক কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেট জুটিতে ১২৪ রান করে দলকে বড় সংগ্রহে দারুন ভুমিকা রাখেন এই দুইজন। তামিম ও সাকিবের হাতে দুই বার নতুন জীবন পাওয়া উইলিয়ামসন কে শেষ পর্যন্ত ৬০ রানে আউট করা গেলেও একাই তান্ডব চালিয়েছেন এন্ডারসন । শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৯৪ রানে । বাংলাদেশের পক্ষে রুবেল নিয়েছেন ৩টি উইকেট। জয়ের জন্য বড় টার্গেট তাড়া করতে গিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের। ফিল্ডিং করার সময়ে আঘাত পাওয়া ইমরুলের ইনজুরির কারনে তামিমের সাথে ওপেন করতে নামেন সৌম্য। এই জুটি ৪৪ রান করে আশা জুগিয়েছেন। তবে, তামিম ২৪ রানে আউট হলে কিছুটা ব্যাকফুটে যায় বাংলাদেশ। সাব্বির রহমান কে নিয়ে চেষ্টা চালিয়ে যান সৌম্য সরকার । কিন্তু প্রথমে সাব্বির ও পরে সৌম্যের বিদায়ে বাংলাদেশের জয়ের আশা মুলত শেষ হয়ে যায় । সৌম্য আউট হন ৪২ রান করে । সাকিবের ৩৪ বলে ৪১ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র। নিউজিল্যান্ডের পক্ষে সোধি ও বোল্ট নিয়েছেন ২টি করে উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি