ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছে বার্সেলোনা
প্রকাশিত : ১০:১৩, ৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৩, ৯ জানুয়ারি ২০১৭
স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ মুর্হুতের গোলে হার এড়ালো বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে মেসির গোলে ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে কাতালানরা। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন নিকোলা সানসোনে। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। তবে ৯০ মিনিটে দুদান্ত এক শটে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে বার্সা। সমান ম্যাচে ৩০ পয়েন্টে ভিয়ারিয়াল নম্বরে।
আরও পড়ুন