ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দলগুলো ইশতেহারে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গিকার না করলে তাদের প্রত্যাখ্যান করুন গওহর রিজভী

প্রকাশিত : ২০:১৪, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ২০:১৪, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

g rizbiরাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার অঙ্গিকার না করলে তাদেরকে প্রত্যাখ্যান করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। গওহর রিজভী আরো বলেন, সবক্ষেত্রে নারীদের অংশগ্রহন থাকলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। নিরাপত্তা ছাড়া সমঅধিকার নিশ্চিত সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। অধিকার কেউ দয়া করে দেয় না, আদায় করে নিতে হয় বলেও বলেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি