ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত : ২১:৩১, ১২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ২১:৩১, ১২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার জেলা ভিত্তিক ২৭টি খিত্তায় অবস্থান করছেন তারা। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে মুখর টঙ্গীর তুরাগ পাড়। অনুষ্ঠানিকতা শুরুর আগেই মুসল্লিরা অবস্থান নিয়েছেন ইজতেমা ময়দানে। ইবাদত বন্দেগীতে মশগুল সবাই। প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের ১৬টি জেলার মুসুল্লিরা। পার্থিব জগতের মোহ ভূলে পরকালের নাজাত কামনাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তারা। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুটি সেক্টরে ভাগ করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সেই সাথে আকাশে থাকবে হেলিকপ্টারের টহল। ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার ২য় পর্ব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি