মেহেদিবাগ এলাকায় নাসরিন কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
প্রকাশিত : ১৮:০৩, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৩, ১৩ জানুয়ারি ২০১৭
চট্টগ্রাম নগরীর মেহেদিবাগ এলাকায় নাসরিন সুলতানা নামে এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে নাসরিনকে ফ্যানের সাথে ফাঁস নেয়া অবস্থায় দেখেন বাবা-মা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাসরিন ফেনীর ফুলগাজী থানার উত্তর বড়াইয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।
আরও পড়ুন