জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প
প্রকাশিত : ১৮:০১, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৩ জানুয়ারি ২০১৭
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
শুক্রবার সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে রোসাঙ্গিরী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। জেলার বিভিন্ন স্থানে সমুদ্র ভাঙ্গন রোধ এবং নদী-খাল রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন