ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজ আদায় করেন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি

প্রকাশিত : ১৯:০২, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০২, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্ব ইজতেমার প্রথম দিন টঙ্গির তুরাগ পাড়ে জুমার নামাজ আদায় করেন কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ফজরের নামাজের পর দিল্লীর মাওলানা ওবায়দুর খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত ইজতেমা ময়দানে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখো ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখর টঙ্গির তুরাগ তীর। প্রথম দিন জুমার নামাজে মুসল্লী ছাড়াও, তুরাগ পাড়ে হাজির হয় আশপাশের এলাকার লাখো মানুষ। মূল প্রাঙ্গনে জায়গা না পেয়ে অনেকেই নামাজ পড়েন রাস্তায় দাঁড়িয়ে। পরে দেশ- জাতি ও মানবতার কল্যাণে মোনাজাত করা হয়। এর আগে, ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মহান আল্লাহ’র রহমতের প্রত্যাশায় ইজতেমায় যোগ দেয়ার কথা জানান মুসল্লীরা। প্রথমধাপের ইজতেমায় ভারত, পাকিস্তানসহ ৯০টি দেশের প্রায় আট হাজার মুসল্লী অংশ নিচ্ছেন। ইজতেমা এলাকায় নাশকতা রোধে তৎপর রয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ছাড়াও তাবলিগ জামাতের নিজস্ব কর্মীরা রয়েছেন শৃংখলার দায়িত্বে। এদিকে, দূর দূরান্ত থেকে আসা মুসলমানদের স্বাস্থ্য সেবা দিচ্ছে বিভিন্ন সংস্থা। ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি