ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে, তা মেনে নেবে না বিএনপি

প্রকাশিত : ১৯:১২, ১৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১২, ১৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ভ্রান্ত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তারা। আগামী নির্বাচনে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন না হলে, তা মেনে নেবে না তারা। এমনকি নির্বাচনেও যাবে না বলে জানিয়েছে দলটির নেতারা। বর্তমান মেয়াদে সরকারের তিন বছর পূর্তিতে গতকাল জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষণের প্রতিক্রিয়ায়  শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,   জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ভ্রান্ত তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন। দেশে সরকার দলীয় নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তি দিনে দিনে দীর্ঘ হচ্ছে বলেও দাবি করেন ফখরুল। প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচন ও রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন এবং নতুন আশার আলো দেখাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাগপা ছাত্রলীগের জন্মদিনের আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দাবি করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি