রাজধানী সোনারগাঁওয়ে শুরু হলো লোক শিল্প মেলা
প্রকাশিত : ১৫:০৫, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৫, ১৪ জানুয়ারি ২০১৭
চারু ও কারুশিল্প খ্যাত প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে শুরু হলো লোক শিল্প মেলা। শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাতে গড়া লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এবারের মেলায় থাকছে মৃৎ শিল্পের প্রদর্শনী। মাসব্যাপী এই লোকজ মেলায় বাংলাা ঐতিহ্য পালাগান, কবিগান, লাঠি খেলাসহ থাকছে পিঠা প্রদর্শনী।
গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা কারুশিল্পী, লোক সংঙ্গীত শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এ উৎসব।
উৎসবকে ঘিরে লোকশিল্প জাদুঘর প্রাঙ্গনে বসেছে লোকজশিল্পের মেলা। আধুনিকতার মেলবন্ধনে মৃৎশিল্পের প্রদর্শনী এবারের মেলার মূল আকর্ষণ। অংশ নিয়েছেন বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পীরা। আয়োজনে থাকছে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গানসহ গ্রামীণ খেলা ও পিঠা প্রদর্শনী।
মাসব্যাপী উৎসবে দুর-দুরান্ত থেকে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা।
দেশের প্রত্যন্ত অঞ্চলের হারানো প্রায় লোকজ ঐতিহ্য পুনরুদ্ধার ও নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে দেয়াই মেলা আয়োজনের উদ্দেশ্য বলে জানালেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক।
মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আরও পড়ুন