ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রংপুরে নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপের ২ বছর পরও আসামীরা ধরা ছোঁয়ার বাইরে

প্রকাশিত : ১০:১৩, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:১৩, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপের ২ বছর পরও এই মামলার অনেক আসামীই রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। নারকীয় এ’ হামলায় শিশুসহ ৬ যাত্রী দগ্ধ হয়ে মারা যায়। গুরুতর আহত অনেকেই কাটাচ্ছেন দুর্বিসহ জীবন। ২০১৫ সালের ১৪ জানুয়ারী। কুড়িগ্রামের উলিপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিলো খলিল পরিবহনের নৈশ কোচটি। মিঠাপুকুরে জামায়াত শিবিরের ছোঁড়া পেট্রোল বোমায় জীবন্ত দগ্ধ হয়ে নিহত হয় ৬জন। গুরুতর দগ্ধ আরও ২৫ জন দীর্ঘ চিকিৎসা শেষে প্রাণে বেঁচে গেলেও, অনেককেই বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। মামলার তদন্ত শেষে ১শ ৩২ জনকে আসামী করে চার্জশিট দেয় পুলিশ। এরমধ্যে ৬৯ জনকে গ্রেফতার করা হলেও, এখনও ৬৩ আসামী পলাতক। সাক্ষ্য দিতে আসেনি আহত কিংবা নিহতদের স্বজনরা। সাক্ষীদের হাজির করতে পুলিশ কোন ভূমিকাই রাখছেনা বলে অভিযোগ এই মানবাধিকার কর্মীর। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রুত মামলার কার্যক্রম শেষ করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি