ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ

প্রকাশিত : ০৯:৪৪, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৪, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। ইজতেমা শুরুর পর থেকে ময়দানে এ’ পর্যন্ত ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। মুরব্বীদের বয়ান শুনতে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ লাখো মুসল্লী। প্রথম পর্বে অংশ নিচ্ছেন ১৬ জেলার মুসল্লী। এখনো ইজতেমা ময়দানে আসছেন মুসল্লীরা। এছাড়া, প্রথম পর্বে ৯০টি দেশের প্রায় ৮ হাজার বিদেশী মুসুল্লী অংশ নিচ্ছেন। রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি