ডার্বি কাউন্টিকে ১-০ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেড
প্রকাশিত : ০৯:৪৩, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৪৩, ১৪ জানুয়ারি ২০১৭
ইংলিশ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ডার্বি কাউন্টিকে ১-০ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেড।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই আক্রমণ- পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৪৫ মিনিটে লিডস ইউনাইটেডের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার ক্রিস ওড। পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে ডার্বি কাউন্টি। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল।
আরও পড়ুন