ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নাটোরে জেএমবি’র সদস্য আটক, অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত : ১১:১৪, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১৪, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ফজলুর রহমান নামে জেএমবি’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ জানায়, চাঁদপুর গ্রামে জেএমবি’র আস্তানা গড়ে বিপুল পরিমাণ বোমা ও গোলাবারুদ মজুদ করার তথ্য পেয়ে অভিযান চালায় নাটোর ও বগুড়া জেলা পুলিশের যৌথ দল। সেখান থেকে আটক করা হয় ফজলুর রহমানকে। সেসময় ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক ফজলুর রহমান চাঁদপুর গ্রামের আবু তালেবের ছেলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি