বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ
প্রকাশিত : ১৩:৪৫, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৫, ১৫ জানুয়ারি ২০১৭
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ। মুনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখো মানুষের ভীড়। কনকনে শীতে মধ্যেই রাতভর দূর-দুরান্ত থেকে ইজতেমা প্রাঙ্গনে আসছেন মুসল্লিরা। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই জমায়েতে অংশ নিতে পেরে খুশী সবাই।
রাতের আলোয় এক একটি তাবুর ঘোলাবাতির আলোই যেন উজ্জল হয়ে ওঠে মহান স্রষ্টার শান্তির আলোকবর্তিকা হয়ে।
কনকনে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে শুধুমাত্র মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় দেশী-বিদেশী মুসুল্লিদের এই জমায়েত। দেশের আনাচে-কানাচে থেকেও আসছেন সকল শ্রেণী পেশার মানুষ; আখিরাতকে পাবার আশায় ম্লান জাগতিক সব কষ্ট।
লাখো মুসল্লি একসাথে দু’হাত তুলে দোয়া করবেন স্রষ্টার দরবারে দেশ ও জাতির শান্তি কামনায়।
বান্দার ফরিয়াদে সাড়া দেবেন দুই জাহানের মালিক,এই প্রত্যাশাই সবার।
আরও পড়ুন