সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে না দিলে জনগণ মহাজোট সরকারকে প্রত্যাখান করবে: নোমান
প্রকাশিত : ১৮:২২, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৪ জানুয়ারি ২০১৭
সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে না দিলে জনগণ মহাজোট সরকারকে প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
দুপুরে চট্টগ্রাম নগরীর চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে, তিনি আরো বলেন, বতর্মান সরকার পুলিশ দিয়ে নির্যাতন চালিয়ে বিএনপি দমনে ব্যস্ত। তবে মামলা হামলা কিংবা ভয়-ভীতি দেখিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে নগর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক , আবুল হাশেম বক্কর।
আরও পড়ুন