ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩:৫৩, ১৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৫৩, ১৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে তিনি এই মোনাজাতে অংশ নেন। ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অনেক সদস্য ছাড়াও দলের কয়েকজন নেতা-নেত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব কর্মকর্তা-কর্মচারীগণ এই মোনাজাতে অংশ নেন। গত কয়েকবছর ধরেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্ব। শেষ হলো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি