ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

সাত খুন মামলার রায়, দেশের বিচার বিভাগ স্বাধীন প্রমাণ করেছে;মন্তব্য আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিসভার সদস্যদের

প্রকাশিত : ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৪৩, ১৬ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সাত খুন মামলার রায়, দেশের বিচার বিভাগ স্বাধীন প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিসভার সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য এ রায় একটি সতর্ক সংকেত বলেও মনে করেন তারা। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল হলে দ্রুত শুনানীর উদ্যেগের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ের পরপরই প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিসভার সদস্যরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর সাংবাদিকদের কাছে বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের জিরো টলারেন্স নীতি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেনে স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধের ভিন্নতা ও নৃশংসতার জন্য এই সাজা আসামীদের প্রাপ্য ছিল বলে মত দেন আইনমন্ত্রী। প্রত্যাশা পূরন হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, আপিল হলে দ্রুত শুনানীর উদ্যেগ নেবে রাষ্ট্রপক্ষ। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেন সাবেক আইনমন্ত্রী ও সিনিয়র আইনজীবী শফিক আহমেদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি