ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

সার্কের কার্যকারিতা শেষ হয়ে যায়নি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:০৩, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৩, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সার্কের কার্যকারিতা এখনো শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে দক্ষিণ এশিয়া বিষয়ক ইন্টারেকটিভ সেশনে তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে আঞ্চলিক জোটটি ভালোভাবেই কার্যকর আছে। আরেকটি সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তৈরী পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ৪৭ তম বার্ষিক সম্মেলনের ’হার্নেসিং রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার মানুষের জীবন-মান উন্নয়নে সার্কের আবেদন এখনো ফুরোয়নি। এর আগে, ’শেপিং আ নিউ ওয়াটার ইকোনোমি’ শীর্ষক কর্মশালায় প্রধানমন্ত্রী বলেন, বেতন কাঠামো, কর্মস্থলের নিরাপত্তা, রীতিনীতি এবং শিল্পখাতে সহনশীল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প উচ্চমান অর্জন করেছে। তৈরী পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে তার সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। অন্য বক্তারা বলেন, যুদ্ধ, সহিংসতা আর বিভক্তি অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দেন তারা। পানির সর্বোত্তম ব্যবহারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে খরা ও লবণাক্ততা সহিষ্ণু খাদ্যশস্য উৎপাদন বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি । প্রধানমন্ত্রী সম্মেলনের সাইড লাইনে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যানের প্রফেসার ক্লাউস সোয়াফের সাথে বৈঠক করেছেন। এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও এর আঞ্চলিক অর্থনীতিকে তুলে ধরতে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামকে বাংলাদেশে একটি সভার আয়োজন করার আহবান জানান। বিশ্বমন্দার মাঝেও সাত শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখায় বাংলাদেশ সরকারের প্রশংসাও করেন প্রফেসার সোয়াফ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি