বলগেটের ধাক্কায় মাছধরার ট্রলার ডুবি, নিহত ১
প্রকাশিত : ১৭:৪৭, ২৮ জুলাই ২০২৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী বলগেটের ধাক্কায় মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা সাকিব উদ্দিন (১৯) নামের এক জেলে নদীতে ডুবে নিহত হয়েছেন। এ ঘটনায় আরাফাত নামের আরও জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার ভোরে সুখচর ইউনিয়নের পশ্চিম পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব উদ্দিন চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের দেলোয়ার হোসেনের সন্তান।
এদিকে এ ঘটনায় অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রহমত (৩২) নামের আরও এক জেলেকে। তিনি নিঝুমদ্বীপ ইউনিয়নের কাশেম মেস্ত্রীর ছেলে।
জেলেরা জানায়, ভোরে নদীতে মাছ ধরা শেষে তীরে নৌঙর করা অবস্থায় ছিল আফসার মাঝির ট্রলারটি। ট্রলারের ভিতরে আফসার মাঝিসহ ৫ জন ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ করে দক্ষিণ দিক থেকে আসা একটি মালবাহী বলগেট ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নদীর মধ্যে ট্রলারটি উল্টে যায়।
এসময় ট্রলারে থাকা ৫ জন নদীতে পড়ে যায়, যার মধ্যে আফসার মাঝিসহ দুইজন জীবিত উঠতে পারলেও তিনজন নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পর রহমতকে অচেতন অবস্থায় ও সকালে সাকিবের মৃতদেহ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরাফাত নামের এক জেলে।
ঘটনার পরপর বলগেটটি উত্তর দিকে চলে যায়, যার ফলে সেটিকে চিহিৃত করতে পারেনি জেলেরা।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি আমরা শুনেছি। নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএইচ
আরও পড়ুন