ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

মৌলভীবাজারে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মনিপুরি যাদুঘর

প্রকাশিত : ১৪:২০, ২০ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:২০, ২০ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ঐতিহ্য সংরক্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মনিপুরি যাদুঘর। প্রতিষ্ঠাতা  হামোম তনুবাবু জানান, তার উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা। জাদুঘরের প্রাচীন যুগের মনিপুরি তৈজসপত্রসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে পরিচিত হতে পারেন দর্শনার্থীরা। মণিপুরের বাসিন্দারাই মণিপুরী। বিভিন্ন ঘটনা প্রবাহে উনবিংশ শতাব্দীর শুরুর দিকে ভারতের মণিপুর রাজ্যের অধিবাসীরা বসতি গড়েন বাংলাদেশের সিলেট অঞ্চলে। নিজস্ব ভাষা, বর্ণমালা, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এ সম্প্রদায়। মনিপুরিদের ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগী হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের ছনগাও গ্রামের হামোম তনুবাবু। প্রতিষ্ঠা করেছেন “চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি মিউজিয়াম”। যাদুঘরে স্থান পেয়েছে মনিপুরী লোক সংস্কৃতির বিভিন্ন সামগ্রী। প্রাচীন যুগে মণিপুরীদের ব্যবহৃত তৈজসপত্র, বিভিন্ন ধরনের গহনাসহ যাদুঘরটিতে আছে বিভিন্ন উৎসবে ব্যবহৃত ক্ষুদ্র এ নৃগোষ্ঠীর তাঁতে বোনা কাপড়। চাইলে ঐতিহ্যবাহী এসব পোশাক পরেও দেখতে পারেন দর্শনার্থীরা। রয়েছে ঋতুভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানে এ সম্প্রদায়ের ব্যবহৃত বাদ্যযন্ত্র। যার অনেক কিছুই এখন বিলুপ্ত প্রায়। প্রতিদিনই তনুবাবুর এ সংগ্রহশালা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। পৃষ্ঠপোষকতা পেলে তনুবাবুর যাদুঘরটি শুধু মণিপুরীই নয়, সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখতে পারবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। নতুন প্রজন্মের কাছে সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতে ভবিষ্যতে যাদুঘরটির পরিসরে আরো বাড়াতে চান তনুবাবু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি